Header Ads

Header ADS

ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা ( Advantage of Unicode )



ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা ( Advantage of Unicode ) 

১.এটি ১৬ বিট বিশিষ্ট কোড ফলে ৬৫৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

২.বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়।

৩.ক্যারেক্টারকে কোড করার জন্য ১৬ বিটই ব্যবহার করা হয় । 

৪.ইউনিকোড ASCII কোডের সাথে সংগতিপূর্ণ( Compatible)। অর্থাৎ ইউনিকোডের প্রথম ২৫৬ টি কোড অ্যাসকি ( ASCII)২৫৬টি কোডের অনুরূপ। 

৫. ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড( Standard ) কোডে পরিবর্তন করা যায়।
 Click

Powered by Blogger.